সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কটিয়াদীতে নবাগত ইউএনওর মতবিনিময় 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কটিয়াদীতে নবাগত ইউএনওর মতবিনিময় 

কিশোরগঞ্জের কটিয়াদীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, কর্মকর্তা/কর্মচারীরা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিত, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন প্রমুখ।

নবাগত ইউএনও সমাপনী বক্তব্যে বলেন, এই উপজেলার জনগণের সকল সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাবো। আমি জনপ্রতিনিধি থেকে শুরু করে কটিয়াদী উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা প্রত্যাশা করছি।

টিএইচ